শিলিগুড়িতে হেলথ ওয়ার্কার নিয়োগ

1034
0
Siliguri Municipality Jobs, West Bengal Govt Jobs,

শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৫ টি অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৬ নম্বর ওয়ার্ডে ১টি, ১৮ নম্বর ওয়ার্ডে ১টি, ৩২ নম্বর ওয়ার্ডে ৩টি পদে নিয়োগ হবে। পুরসভার এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর– 17/UPHCS/SMC/19-20, Date: 19/08/2019.

যোগ্যতা: বিবাহিত/বিবাহবিচ্ছিনা/বিধবা মহিলারা এই পদের জন্য আবেদন যোগ্য। প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। সামাজিক কাজের ইচ্ছা বা অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণির জন্য  সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

আবেদন: ৩০ আগস্ট, ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। আবেদন পত্রের উপরে কোন ওয়ার্ডের জন্য আবেদন করা হচ্ছে, সেটা উল্লেখ করে দিতে হবে। আবেদন পত্রের সঙ্গে নিজের ছবি এবং নিজের স্বাক্ষর করা সমস্ত প্রয়োজনীয় নথির কপি দিতে হবে। আবেদন জমা করতে হবে শিলিগুড়ি পুরসভারিসিভার সেকশানে। ঠিকানা: Siliguri Municipal Corporation, PO Siliguri, Dist Darjeeling, PIN-2521147

এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.siligurismc.in/userfiles/file/HHW.pdf

 

 

 

Siliguri Govt Jobs, Siliguri Job, , Govt Jobs in West Bengal,