শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ-এ জুনিয়র ও সিনিয়র হাউস আয়ুর্বেদিক ফিজিশিয়ান

1341
0
Current Jobs in West Bengal,

রাজ্য সরকারের অধীন শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ-এর ইনস্টিটিউ অব পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ বিভাগের  জন্য ২টি সিনিয়র হাউস ফিজিশিয়ান-কাম-রেজিস্ট্রার ও ৮টি জুনিয়র হাউস ফিজিশিয়ান পদে নিয়োগ করা হবে।

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএএমএস ডিগ্রি সঙ্গে আয়ুর্বেদিক ইনস্টিটিউশনে ১ বছরের হাউসম্যানশিপ (ইন্টারশিপ ) থাকতে হবে। কম্পিউটার লানা থাকতে হবে। সিনিয়র হাউস ফিজিশনের ক্ষেত্রে ৬ মাস জুনিয়র হাউস ফিজিশিয়ানশিপ সম্পূর্ণ করে থাকতে হবে।

আগামী ২০ জুন, ২০২০ তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে। আবেদন পত্রের প্রয়োজনীয় নথির স্বপ্রত্যয়িত কপি দিতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: Institute of Post Graduate Ayurvedic Education & Research, Shyamadas Vaidya Shastra Pith, 294/3/1, APC Road, Kolkata–700009

বিজ্ঞপ্তি দেখার জন্য ওয়েবসাইট: www.wbhealth.gov.in

 

 

 

Current Jobs in West Bengal