সংখ্যালঘুদের জন্য উচ্চমাধ্যমিক যোগ্যতায় এডুকেশন সুপারভাইজার

1028
0
St. Xaviers College Recruitment 2024

সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের অধীনে এডুকেশন সুপারভাইজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর– 240/1-MDC/Reco/Eng/ES-15.

শূন্যপদ –  উত্তর ২৪ পরগনায় ১ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১ জন , মালদায় ১ জন, উত্তর দিনাজপুরে ১ জন, দক্ষিণ দিনাজপুরে ১ জন নিয়োগ হবে। প্রাথীদের সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এই পদের জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে।

যোগ্যতা— উচ্চমাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ‘ও’ লেভেল সার্টিফিকেট থাকতে হবে।

বয়সসীমা – ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী বয়স হতে হবে ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

ইন্টারভিউ— আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখ ইন্টারভিউ গ্রহণ করা হবে। ইন্টারভিউয়ের সঙ্গে একটি কম্পিউটার টেস্টও নেওয়া হবে। নিজের বায়োডাটা, সঙ্গে সমস্ত পরীক্ষার মার্কশিট, জন্ম-তারিখ শংসাপত্র ও ফটো আইডেন্টিটি কার্ড-এর মূল ও একসেট স্বপ্রত্যয়িত যেরক্স, ১টি রঙিন পাসপোর্ট ছবি দাখিল করতে হবে।

ইন্টারভিউ স্থল— ওয়েস্ট বেঙ্গল মাইনোরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফিন্যান্স কর্পোরেশন, DD – 27/E Sector – I, Salt Lake,  Kolkata – 700064

বিজ্ঞপ্তির লিঙ্ক — http://www.wbmdfc.org/Editor/uploaded/file/Establishment/Notice.pdf

 

Minority Jobs, West Bengal Government Jobs, Current Jobs in West Bengal,