সরকারি চাকরির প্রস্তুতিতে জেনারেল নলেজ মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর সেট-৩

1576
0
upsc forest service notification 2023

করোনা ভাইরাসের সংক্রমণে দেশজুড়ে চলছে লকডাউন৷ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ায় পড়ুয়াদের ঘরে বসেই প্রস্তুতি নিতে হচ্ছে, বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসেও বাড়ি থেকেই কাজ চলছে৷ লকডাউন চলাকালীন বেশ কিছু সরকারি চাকরির পরীক্ষা ও ইন্টারভিউয়ের তারিখ স্থগিত রাখা হয়েছে৷ এই পরিস্থিতিতে বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি চালিয়ে যেতে হবে, প্রস্তুতির সুবিধার্থে আমাদের পোর্টালে কিছু জেনারেল নলেজের প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে দেওয়া হচ্ছে৷

১৷ নিম্নলিখিত কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ?

ক. সিয়াচেন

খ. জেমু

গ. কোলহাই

ঘ. পিণ্ডারী

২৷ ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দুজনেই যদি দেশের বাইরে চলে যান তখন কে কার্যভার গ্রহণ করেন?

ক. প্রধানমন্ত্রী

খ. রাজ্যপাল

গ. সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

ঘ. এর কোনোটি সঠিক নয়

৩৷ লাঠমার হোলি কোথায় পালন করা হয়?

ক. শান্তিনিকেতন

খ. মথুরা

গ. বারাণসী

ঘ. মুম্বই

৪৷ মানুষের কথা বলার সময় যে শব্দ হয়, তার কম্পাঙ্ক কত?

ক. সেকেন্ডে ৯০ থেকে ১৫০০০

খ. সেকেন্ডে ৯০ থেকে ১৩০০০

গ. সেকেন্ডে ৭০ থেকে ১৩০০০

ঘ. সেকেন্ডে ২০ থেকে ১৩০০০

৫৷ ভারতের কোন শহর বিজ্ঞাননগরী নামে পরিচিত?

ক. হায়দরাবাদ

খ. বেঙ্গালুরু

গ. কলকাতা

ঘ. পুণে

৬৷ মানব শরীরে নিম্নলিখিত কোন মৌলটি বেশি পাওয়া যায়?

ক. হাইড্রোজেন

খ. অক্সিজেন

গ. নাইট্রোজেন

ঘ. কার্বন

৭৷ কমনওয়েলথ গেমস কত বছর অন্তর হয়?

ক. এক বছর

খ. দুবছর

গ. তিন বছর

ঘ. চার বছর

৮৷ নিম্নলিখিত কোন আন্দোলনটি ব্যর্থ হওয়ার পর স্বরাজ দল গঠিত হয়েছিল?

ক. চম্পারণ সত্যাগ্রহ

খ. অসহযোগ আন্দোলন

গ. আইন অমান্য আন্দোলন

ঘ. ভারত ছাড়ো আন্দোলন

৯৷ “দাক্ষিণাত্যের কাশী” বলা হয় কোন শহরকে?

ক. মাদুরাই

খ. পাটনা

গ. লক্ষ্ণৌ

ঘ. ইন্দোর

১০৷ একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট সুরযুক্ত শব্দকে কী বলে?

ক. সুর

খ. স্বর

গ. উপসুর

ঘ. এর কোনোটি সঠিক নয়

১১৷ স্ট্যাচু অব লিবার্টি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত?

ক. ওয়াশিংটন

খ. লন্ডন

গ. রোম

ঘ. নিউ ইয়র্ক

১২৷ নিম্নলিখিত কোন পদার্থটি খোলা অবস্থায় সরাসরি বাষ্পে পরিণত হয়?

ক. তুঁতে

খ. কর্পূর

গ. ফিটকিরি

ঘ. লবণ

১৩৷ কোন দিনটি জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে পালিত হয়?

ক. ১১ মার্চ

খ. ১১ ফেব্রুয়ারি

গ. ১১ এপ্রিল

ঘ. ১১ মে

১৪৷ রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?

ক. ভিমা

খ. ব্রাহ্মণী

গ. ভদ্রা

ঘ. দামোদর

১৫৷ সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসনবিভাগীয় ক্ষমতা দেওয়া হয়েছে?

ক. ১৫৬ ধারায়

খ. ১৫৫ ধারায়

গ. ১৫৪ ধারায়

ঘ. ১৫৩ ধারায়

১৬৷ পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না?

ক. প্রধানমন্ত্রী

খ. লোকসভার অধ্যক্ষ

গ. রাষ্ট্রপতি

ঘ. অর্থমন্ত্রী

১৭৷ ভলিবল খেলা প্রথম কোন দেশ সূচনা করে?

ক. ইংল্যান্ড

খ. ভারত

গ. চিন

ঘ. আমেরিকা

১৮৷ নিম্নলিখিত কোন উৎসবটি বিহারে পালন করা হয়?

ক. ছটপুজো

খ. গাজন

গ. দুর্গাপুজো

ঘ. এর কোনোটি সঠিক নয়

১৯৷ ভারতীয় সংবিধান অনুযায়ী দেশের প্রথম নাগরিক কে?

ক. প্রধানমন্ত্রী

খ. রাষ্ট্রপতি

গ. উপরাষ্ট্রপতি

ঘ. লোকসসভার অধ্যক্ষ

২০৷ ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী?

ক. হিমাচল প্রদেশ

খ. বিহার

গ. উত্তরপ্রদেশ

ঘ. জম্মু ও কাশ্মীর

 

উত্তর

১.ক     ২. গ     ৩. খ     ৪. খ     ৫. খ     ৬. খ     ৭. ঘ     ৮. খ     ৯. ক     ১০. ক     ১১. ঘ     ১২. খ     ১৩. ঘ     ১৪. খ     ১৫. গ       ১৬. গ     ১৭. ঘ     ১৮. ক     ১৯. খ     ২০. ঘ

 

প্রশ্নোত্তর সেট ১-এর লিঙ্ক: https://jibikadishari.co.in/?p=15334

প্রশ্নোত্তর সেট ২-এর লিঙ্ক:  https://jibikadishari.co.in/?p=15366