সরস্বতী প্রেসে অ্যাপ্রেন্টিস নিয়োগ

2231
0
Apprentice Recruitment

সরস্বতী প্রেস লিমিটেডে গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

যোগ্যতা: প্রিন্টিং টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা ডিপ্লোমা।

বয়সসীমা: ১ আগস্ট ২০১৯ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৫ বছর।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: ট্রেনিংয়ের সময়সীমা এক বছর। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের ৪৯৮৪ টাকা ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসদের ৩৫৪২ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: বায়োডেটা দিয়ে আবেদন ও যাবতীয় প্রমাণপত্রাদি পাঠাতে হবে ‘The Assistant Manager, Personnel, Saraswaty Press Ltd, 11, B T Road, Belgharia, Kolkata-700056’ ঠিকানায়। পৌঁছতে হবে ৩১ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে। http://www.saraswatypress.com/appointmentspl-080819.pdf লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।