সরানো হল এসএসসির চেয়ারম্যানকে

687
0
SSC, School Service Comission, WBSSC,

অপসারণ করা হল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকারকে। বুধবার রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে আচমকা তাঁর অপসারণের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে।

যদিও সমস্যা তৈরি হয়েছিল অনেকদিন ধরেই। উল্লেখ্য, এসএসসির চ্যেয়ারম্যান পদ থেকে সুবীরেশ ভট্টাচার্য চলে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয় বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিত্রকে। তারপর হাওড়া জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার শেষ প্রায় দু বছর যাবৎ এসএসসির চ্যেয়ারম্যান পদে নিযুক্ত। তাঁর সময় প্রধান শিক্ষক পদ, নবম-দশম শ্রেণি ও একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া সম্প্রতি প্রায় শেষের পথে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণি স্তরে আইনি জটিলতা তথা মামলার কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। শেষ দু বছরে নিয়োগ সংক্রান্ত একাধিক বিষয়ে নানা অভিযোগ এসেছে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের নিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন সৌমিত্রবাবু। এরপর তাঁকে শোকজও করা হয়।

আপাতত স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিককে চেয়ারম্যান পদের কাজ অস্থায়ীভাবে চালিয়ে যেতে বলা হয়েছে।

 

SSC, School Service Comission, WBSSC