সশস্ত্র সীমাবলে ১৫২২ ট্রেডসম্যান নিয়োগ

4025
0

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীন সশস্ত্র সীমাবলে ১৫২২ জন ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ভেটেরিনারি, আয়া, কার্পেন্টার, প্লাম্বার, পেইন্টার, টেইলর, কবলার, গার্ডেনার, কুক, ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার ও ওয়েটার নিয়োগ করা হবে, কনস্টেবল পদে৷ নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন৷

বেতন: লেভেল থ্রি অনুযায়ী মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা।

শূন্যপদ: কনস্টেবল (ড্রাইভার) পুরুষ: ৫৭৪, কনস্টেবল (ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): ২১, কনস্টেবল (ভেটেরিনারি): ১৬১, কনস্টেবল (আয়া) মহিলা: ৫, কনস্টেবল (কার্পেন্টার): ৩, কনস্টেবল (প্লাম্বার): ১, কনস্টেবল (পেইন্টার): ১২, কনস্টেবল (টেইলর): ২০, কনস্টেবল (কবলার): ২০, কনস্টেবল (গার্ডেনার): ৯, কনস্টেবল (কুক) পুরুষ: ২৩২, কনস্টেবল (কুক) মহিলা: ২৬, কনস্টেবল (ওয়াশারম্যান) পুরুষ: ৯২, কনস্টেবল (ওয়াশারম্যান) মহিলা: ২৮, কনস্টেবল (বারবার) পুরুষ: ৭৫, কনস্টেবল (বারবার) মহিলা: ১২, কনস্টেবল (সাফাইওয়ালা) পুরুষ: ৮৯, কনস্টেবল (সাফাইওয়ালা) মহিলা: ২৮, কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার) পুরুষ: ১০১, কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার) মহিলা: ১২, কনস্টেবল (ওয়েটার) পুরুষ: ১৷

একজন যে-কোনো একটি পদের জন্য আবেদন করতে পারবেন৷

যোগ্যতা ও বয়সসীমা: কনস্টেবল (ড্রাইভার): ম্যাট্রিকুলেশন এবং ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স৷ বয়স হতে হবে ২১ থেকে ২৭ বছরের মধ্যে৷

কনস্টেবল (ল্য্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট): সায়েন্স সহ ম্যাট্রিকুলেশন এবং কেন্দ্র/ রাজ্য সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট কোর্স৷ বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে.

কনস্টেবল (ভেটেরিনারি): বিজ্ঞান মূল বিষয় সহ ম্যাট্রিকুলেশন, ভেটেরিনারি হাসপাতালে এক বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়৷ বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷

কনস্টেবল (আয়া), মহিলা: বিজ্ঞান সহ ম্যাট্রিকুলেশন, রেড ক্রস সোসাইটি থেকে ফার্স্ট এইড পাশ সার্টিফিকেট বা ট্রেনিংপ্রাপ্ত দাই এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের অভিজ্ঞতা৷ বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷

কনস্টেবল (কার্পেন্টার, প্লাম্বার ও পেইন্টার): ম্যাট্রিকুলেশন এবং সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের অভিজ্ঞতা বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের ডিপ্লোমা এববং ট্রেড টেস্ট পাশ করে থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে৷

কনস্টেবল (কুক, ওয়াশারম্যান, বারবার, সাফাইওয়ালা, ওয়াটার ক্যারিয়ার, ওয়েটার, টেইলর, গার্ডেনার, কবলার): ১. ম্যাট্রিকুলেশন বা সমতুল সঙ্গে ২. সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের কাজের অভিজ্ঞতা বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে এক বছরের সার্টিফিকেট কোর্স বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে দু বছরের ডিপ্লোমা এববং ট্রেড টেস্ট পাশ করে থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ নেট ব্যাঙ্কিং/ ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ ডাউনলোড করা চালানের মাধ্যমে ফি দেওয়া যাবে৷ তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.ssbrectt.gov.in ওয়েবসাইটে গিয়ে অ্নলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ বিজ্ঞপ্তিটি দেখা যাবে ডিএভিপির এই লিঙ্কে:

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19114_3_2021b.pdf

সরকারিভাবে বিজ্ঞাপন এখনও বেরোয়নি, বেরোলে তার ৩০ দিনের মধ্যে, উত্তর-পূর্বাঞ্চলের মতো প্রত্যন্তবর্তী এলাকার প্রার্থীদের ক্ষেত্রে ৩৭ দিনের মধ্যে আবেদন করতে হবে। নিয়োগ বা বদলি হতে পারে দেশের যে-কোনো জায়গায়। পদগুলি অস্থায়ী, তবে চলতে থাকার সম্ভাবনা আছে।

 

লাইভ টিভি দেখুন:   https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল