সাউথ ইস্টার্ন কোলফিল্ডসে ৫৫০০ অ্যাপ্রেন্টিস

1385
0
SECL Recruitment 2024

সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, বিলাসপুরে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (ইংলিশ, হিন্দি), সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, ইলেক্ট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক), টার্নার, মেশিনিস্ট, ডিজেল মেকানিক, ড্রাফটসম্যান (সিভিল, মেকানিক্যাল), মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক, প্লাম্বার ও কার্পেন্টার ট্রেডে ৫৫০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী।

শূন্যপদের বিন্যাস: কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট: ১৪০০ (অসংরক্ষিত ৫৬০, তপশিলি জাতি ১৯৬, তপশিলি উপজাতি ৩২২, ওবিসি ১৮২, ইডব্লুএস অর্থাৎ আর্থিক দিক থেকে দুর্বলতর শ্রেণি ১৪০)। স্টেনোগ্রাফার ইংলিশ: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। স্টেনোগ্রাফার হিন্দি: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। ইলেক্ট্রিশিয়ান: ১৬০০ (অসংরক্ষিত ৬৪০, তপশিলি জাতি ২২৪, তপশিলি উপজাতি ৩৬৮, ওবিসি ২০৮, ইডব্লুএস ১৬০)। ফিটার: ১৫০০ (অসংরক্ষিত ৬০০, তপশিলি জাতি ২১০, তপশিলি উপজাতি ৩৪৫, ওবিসি ১৯৫, ইডব্লুএস ১৫০)। ওয়েল্ডার (গ্যাস ও ইলেক্ট্রিক): ৩৯০ (অসংরক্ষিত ১৫৮, তপশিলি জাতি ৫৪, তপশিলি উপজাতি ৮৯, ওবিসি ৫০, ইডব্লুএস ৩৯)। টার্নার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। মেশিনিস্ট: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। ডিজেল মেকানিক: ১২০ (অসংরক্ষিত ৫০, তপশিলি জাতি ১৬, তপশিলি উপজাতি ২৭, ওবিসি ১৫, ইডব্লুএস ১২)। ড্রাফটসম্যান (সিভিল): ২৫ (অসংরক্ষিত ১২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ৫, ওবিসি ৩, ইডব্লুএস ২)। ড্রাফটসম্যান (মেকানিক্যাল): ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১, ইডব্লুএস ১)। মেকানিক অটো ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিনিক: ১০০ (অসংরক্ষিত ৪০, তপশিলি জাতি ১৪, তপশিলি উপজাতি ২৩, ওবিসি ১৩, ইডব্লুএস ১০)। প্লাম্বার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)। কার্পেন্টার: ৫০ (অসংরক্ষিত ২১, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ১১, ওবিসি ৬, ইডব্লুএস ৫)।

যোগ্যতা ও বয়স: এনসিভিটি বা এসসিভিটি স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই এবং অষ্টম/ দশম শ্রেণি পাশ। কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ড্রাফটসম্যান ও সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম বয়স ১৬ ও বাকি ট্রেডগুলির ক্ষেত্রে ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে। বয়স ধরা হবে ২৩ জুলাই ২০১৯-এর ভিত্তিতে।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি: www.apprentiveship.gov.in  ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে। তারপর কোলফিল্ডস লিমিটেডের লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২৩ জুলাই ২০১৯ রাত ১২টা পর্যন্ত। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে ০৭৭৫২-২৫৫০৫৯ নম্বরে কাজের দিনগুলিতে সকাল ১০টা থেকে দুপুরে ১টার মধ্যে যোগাযোগ করতে পারেন।