সাহা ইনস্টিটিউটে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাসোশিয়েট

922
0
SINP Kolkata Recruitment

কলকাতার সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স কিছু আন্ডার গ্র্যাজুয়েট অ্যাসোশিয়েট নিয়োগ করবে।

বিজ্ঞপ্তি নম্বর: SINP/Estt/Advt/01/2019.

যোগ্যতা: সায়েন্স ও ম্যাথমেটিক্সে ৮৫ শতাংশ নম্বর করে ও মোট ৮০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ।

৩ বছরের জন্য এই অ্যাসোসিয়েটশিপ অর্থাৎ গাইডদের সান্নিধ্যে গবেষণাধর্মী পড়াশোনা, ভবিষ্যতে গবেষণায় নিয়োজিত হতে উৎসাহ দেওয়ার জন্য।

স্টাইপেন্ড: প্রতিদিন ২০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। মোট ৯০ দিন।

আবেদনের পদ্ধতি: www.saha.ac.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে।

এছাড়া সরাসরি http://www.saha.ac.in/web/portal/applications/uga/uga.php লিঙ্কে গিয়েও অনলাইন আবেদনপত্র পূরণ করা যাবে।

বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। http://www.saha.ac.in/web/education/course-programmes-undergraduate-associateship লিঙ্কে গিয়ে বিস্তারিত দেখা যাবে।

অনলাইন আবেদন করা যাবে ১৫ ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত।