সিআইএসএফে ৯১৪ ট্রেডসম্যান নিয়োগ

1160
0
CISF Sports Job

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৯১৪ জন কনস্টেবল/ ট্রেডসম্যান (কুক, কবলার, বারবার, ওয়াশারম্যান, কার্পেন্টার, সুইপার, পেইন্টার, ম্যাসন, প্লাম্বার, মালি, ইলেক্ট্রিশিয়ান) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয় পুরুষ আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: কনস্টেবল/ কুক: ৩৫০ (সরাসরি নিয়োগ ৩১৫, প্রাক্তন সেনাকর্মী ৩৫)। কনস্টেবল/ কবলার: ১৩ (সরাসরি ১২, প্রাক্তন সেনাকর্মী ১)। কনস্টেবল/ বারবার: ১০৯ (সরাসরি ৯৮, প্রাক্তন সেনাকর্মী ১১)। কনস্টেবল/ ওয়াশারম্যান: ১৩৩ (সরাসরি ১২০, প্রাক্তন সেনাকর্মী ১৩)। কনস্টেবল/ কার্পেন্টার: ১৪ (সরাসরি ১৩, প্রাক্তন সেনাকর্মী ১)। কনস্টেবল/ সুইপার: ২৭০ (সরাসররি ২৪৩, প্রাক্তন সেনাকর্মী ২৭)। কনস্টেবল/ পেইন্টার: ৬ (সরাসরি ৫, প্রাক্তন সেনাকর্মী ১)। কনস্টেবল/ ম্যাসন: ৫ (সরাসরি ৪, প্রাক্তন সেনাকর্মী ১)। কনস্টেবল/ প্লাম্বার: ৪ (সরাসরি)। কনস্টেবল/ মালি: ৪ (সরাসরি)। কনস্টেবল/ ইলেক্ট্রিশিয়ান: ৩ (সরাসরি)।

ব্যাকলগ ভ্যাকান্সি: কনস্টেবল/ কবলার: ১ (সরাসরি)। কনস্টেবল/ বারবার: ২ (সরাসরি)।

বেতনক্রম: লেভেল ৩ পে ম্যাট্রিক্সে মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন বা সমতুল। বারবার, বুট মেকার, কুক, কার্পেন্টার, ইলেক্ট্রিশিয়ান, ম্যাসন, মালি, পেইন্টার, পাম্বার এবং ওয়াশারম্যান ট্রেডের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই থাকলে অগ্রাধিকার।

বয়সসীমা: ১ আগস্ট ২০১৯ তারিখে বয়স হতে হবে ১৮-২৩ বছরের মধ্যে (জন্মতারিখ ২ আগস্ট ১৯৯৬-১ আগস্ট ২০০১)। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

শারীরিক মাপজোক: উচ্চতা ১৭০ সেন্টিমিটার, বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০-৮৫ সেন্টিমিটার। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ১৬৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৮-৮৩ সেন্টিমিটার। তপশিলি উপজাতিদের উচ্চতা ১৬২.৫ সেন্টিমিটার, বুকের ছাতির মাপ না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬-৮১ সেন্টিমিটার। সবক্ষেত্রেই উচ্চতা ও শারীরিক গঠনের সঙ্গে সামঞ্জস্য রেখে ওজন হতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, ট্যারা চোখ ও শিরাস্ফীতি থাকলে আবেদন করতে পারবেন না।

দৃষ্টিশক্তি: চশমা ছাড়া ও কোনোরকম সংশোধন ছাড়া দূরের দৃষ্টি ৬/৬ ও ৬/৯।

প্রার্থী বাছাই পদ্ধতি: হাইট বার টেস্ট, ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ডকুমেন্টেশন, ট্রেড টেস্ট ও লেখা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লেখা পরীক্ষায় অবজেক্টিভ টাইপের ১০০টি প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস/ জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপ্টিটিউড, হিন্দি/ ইংরেজির জ্ঞান। মোট ১০০ নম্বরের পরীক্ষা, সময় দুঘণ্টা।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও প্রাক্তন সেনাকর্মীদের ফি দিতে হবে না। পোস্টাল অর্ডারের মাধ্যমে ফি দিতে হবে।

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। www.cisf.gov.in ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে। যাবতীয় প্রাসঙ্গিক নথি সহ পূরণ করা আবেদনপত্র পৌঁছতে হবে আগামী ২২ অক্টোবর বিকাল ৫টার মধ্যে। অন্যান্য তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।

জায়গা অনুযায়ী পোস্টাল অর্ডার ও আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ১) চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব ও রাজস্থান: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/ DDO, CISF NZ-1, HQrs, New Delhi-এর অনুকূলে, প্রদেয় হবে GPO New Delhi. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (North Zone) HQrs, CISF campus, Mahipalpur, Post-Mahipalpur, New Delhi-110037 ঠিকানায়। Email id: dignz@cisf.gov.in

২) দিল্লি, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ড: পোস্টাল অর্ডার কাটতে হবে AC/DDO CISF 5th RB Ghaziabad-এর অনুকূলে, প্রদেয় হবে Head post office Ghaziabad Navyug Market, Ghaziabad, Uttar Pradesh, PIN 201001. আবেদনপত্র পাঠাতে হবে The Deputy Inspector General, CISF RRC NCR Zone HQrs, CISF 5th RB Ballalion, Ghaziabad, Post- Shipra Sun City, Dist Ghaziabad, State Uttar Pradesh, PIN-201014 ঠিকানায়। Email id- digncr@cisf.gov.in

৩) দমন ও দিউ, দাদরা ও নাগর হাভেলি, গোয়া, গুজরাট, মহারাষ্ট্র: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/DDO, CISF (WZ), HQrs Kharghar, Navi Mumbai-এর অনুকূলে, প্রদেয় হবে GPO Mumbai. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (West Zone) HQrs, CISF Complex, Sector 35, Kharghar, Navi Mumbai 410210 ঠিকানায়। Email id- digwz@cisf.gov.in

৪) ছত্তিশগড় ও মধ্যপ্রদেশ: পোস্টাল অর্ডার কাটতে হবে Deputy Commandant/DDO, CISF CZ HQrs, Bhilai-এর অনুকূলে, প্রদেয় হবে Civic Centre, Bhilai, PIN-490006. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (Central Zone) HQrs, Bhilai, 3rd RB Campus, Post Utai, Dist Durg, State Chhattisgarh, PIN 491107 ঠিকানায়। Email id: digcz@cisf.gov.in

৫) বিহার ও ঝাড়খণ্ড: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/ DDO, CISF EZ HQrs, Patna-এর অনুকূলে, প্রদেয় হবে GPO Patna. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (East Zone) HQrs, Patliputra, Boaring Road, Patna, Bihar 800013 ঠিকানায়। Email id: digez@cisf.gov.in

৬) অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, পুডুচেরি, তামিলনাড়ু, তেলেঙ্গানা: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/ DDO, CISF SZ HQrs, Chennai-এর অনুকূলে, প্রদেয় হবে GPO Chennai. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (South Zone) HQrs, ‘D’ Block, Rajaji Bhavan, Besant Nagar, Chennai 600090, Tamil Nadu ঠিকানায়। Email id: digsz@cisf.gov.in

৭) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম, ওড়িশা, পশ্চিমবঙ্গ: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/ DDO, CISF SEZ-1 HQrs, Kolkata-এর অনুকূলে, প্রদেয় হবে GPO Kolkata. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (South East Zone-1) HQrs, Premises No.553, East Kolkata Township (Kasba), Kolkata 107 ঠিকানায়। Email id: dignez@cisf.gov.in

৮) অরুনাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা: পোস্টাল অর্ডার কাটতে হবে Assistant Commandant/ DDO, CISF NEZ HQrs, Guwahati-এর অনুকূলে, প্রদেয় হবে GPO Guwahati. আবেদনপত্র পাঠাতে হবে DIG, CISF (North East Zone) HQrs, Guwahati Beharbari, Near A.G.Colony, Hockey Stadium Road, Post Basistha, Dist Kamrup, Assam 781029 ঠিকানায়। Email id: dignez2@cisf.gov.in