সিজিএল ২০১৭ টিয়ার-টু পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বর জেনে নিন

800
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টিয়ার-টু পরীক্ষায় যাঁরা বসেছিলেন সেই ১৪৮৪৪৬ জন প্রার্থীর ওই পরীক্ষায় পাওয়া নম্বর আপলোড করা হয়েছে। নিজের রেজিস্ট্রেশন/রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নম্বর জানা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://ssconline.nic.in/sscmarksmodule

ওই লিঙ্কে নিজের পাওয়া নম্বর দেখা যাবে আগামী ১০ জুলাই পর্যন্ত। নম্বর আপলোড করা সংক্রান্ত এসএসসির ঘোষণাটি দেখা যাবে এই লিঙ্কে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/cgle2017marks_11062018.pdf

প্রসঙ্গত, ওই পরীক্ষার ফল বেরিয়েছে গত ৮ জুন। সেখবর আমাদের পোর্টালে ওইদিনই আপলোড করা হয় (https://jibikadishari.co.in/?p=5526)। এরপর ৮ জুন এসএসসির একটি সংশোধনী বেরোয়, সেটিও আমরা আপলোড করে পাঠক-পাঠিকাদের জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=5558)।