সিজিএল ২০১৭ টিয়ার-টু প্রশ্নপত্র সহ আন্সার-কি

477
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এগজামিনেশন ২০১৭ (টিয়ার-টু)-র ফল বেরিয়েছে গত ৬ জুন। এবার আপলোড করা হল প্রশ্নপত্র সহ আন্সারি-কি। পরীক্ষার্থীরা নিজেদের প্রশ্নপত্র সেট ও তার আন্সারি-কি— দুয়েরই প্রিন্ট-আউট নিতে পারেন, নিজের রোল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে এবং পরীক্ষার তারিখ নির্দেশ করে। এই লিঙ্কে ক্লিক করে: http://thepracticetest.in/cs_cglet2_18/login.php?appid=1368062d74107fc05177712c90c3885c

দেখার ও প্রিন্ট-আউট নেবার এই সুযোগ পাওয়া যাবে আগামী ২০ জুলাই পর্যন্ত।