সিজিএল ২০১৭ টিয়ার -৩ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ জুলাই

525
0

সিজিএল ২০১৭ পরীক্ষার্থীদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে টিয়ার-১, টিয়ার-২ এবং টিয়ার-৩ তিনটির নম্বরের ভিত্তিতে এবং ৩টি স্তরের পরীক্ষাতেই উত্তীর্ণ হইয়ে থাকতে হবে।  স্টাফ সিলেকশন কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও জানিয়ে দেওয়া হয়েছে ৮ জুন, ২০১৮ সিজিএল টিয়ার-২ পরীক্ষার সম্ভাব্য ফল প্রকাশের তারিখ এবং কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল টিয়ার -৩ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ জুলাই, ২০১৮। বিজপ্তি দেখে নেওয়া যাবে ওয়েবসাইটে (http://ssc.nic.in/)।