সীমান্তপুলিশে ৫১ পুরুষ-মহিলা খেলোয়াড় নিয়োগ

1317
0
ITBP Constable Recruitment 2023

ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্সে স্পোর্টস কোটায় ৫১ জন কনস্টেবল/ জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে৷

যে সমস্ত ডিসিপ্লিনে নেওয়া হবে সেগুলি হল— বক্সিং (পুরুষ ও মহিলা), রেসলিং (মহিলা), কবাডি (পুরুষ), আর্চারি (পুরুষ ও মহিলা), ভলিবল (পুরুষ), স্পোর্টস শ্যুটিং (পুরুষ ও মহিলা), আইস হকি(পুরুষ)৷

আবেদনের ফি: ১০০ টাকা৷ তপশিলি জাতি/ উপজাতি ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না৷

আবেদনের পদ্ধতি: www.recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে৷ বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইন আবেদন করা যাবে আগামী ১৩ জুলাই থেকে ২৬ আগস্ট রাত ১১.৫৯ পর্যন্ত৷ অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে৷

 

 

 

 

লাইভটিভিদেখুন :https://chetana.tv/

বাংলারপ্রথমএডুকেশনালচ্যানেল