সেইলে ১০০ অ্যাপ্রেন্টিস

812
0
SAIL Recruitment 2024

স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের অধীন ইসকো স্টিল প্ল্যান্ট বার্নপুরে ১০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী। ট্রেনিংয়ের সময়সীমা এক বছর।

শূন্যপদ: ১০০ (ইলেক্ট্রিক্যাল ২০, মেকানিক্যাল ২০, মেটালার্জি ৩০, কেমিক্যাল ১০, সিভিল ১০, ইনস্ট্রুমেন্টেশন ১০)।

বয়সসীমা: ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-২৮ বছরের মধ্যে, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

যোগ্যতা: ১০+২ সিস্টেমে দশম শ্রেণি বা সমতুল পাশ সঙ্গে এআইসিটিই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের পদ্ধতি:

https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action পোর্টালে গিয়ে আগে অ্যাপ্রেন্টিস হিসেবে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত লিঙ্কে।