সেবিতে ১১৬ অফিসার

805
0
Securities and Exchange Board of India

সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াতে জেনারেল, লিগ্যাল, ইনফরমেশন টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং (সিভিল, ইলেক্ট্রিক্যাল) শাখায় ১১৬ জন অফিসার গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

শূন্যপদের বিন্যাস: জেনারেল স্ট্রিম: শূন্যপদ ৮০ (অসংরক্ষিত ৪৯, ওবিসি ১৯, তপশিলি জাতি ১১, তপশিলি উপজাতি ১)। লিগ্যাল: ১৮ (অসংরক্ষিত ১২, ওবিসি ৪, তপশিলি জাতি ২)। ইনফরমেশন টেকনোলজি: ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। ইঞ্জিনিয়ারিং (সিভিল): ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল): ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি জাতি ১)।

যোগ্যতা: জেনারেল শাখা: যে-কোনো শাখায় মাস্টার ডিগ্রি অথবা ল-তে ব্যাচেলর ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অথবা কোম্পানি সেক্রেটারি অথবা চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট অথবা কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্ট।

লিগ্যাল শাখা: ল-তে ব্যাচেলর ডিগ্রি।

ইনফরমেশন টেকনোলজি: ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে মাস্টার ডিগ্রি অথবা যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে কম্পিউটার/ ইনফরমেশন টেকনোলজিতে পোস্ট গ্র্যাজুয়েট (ন্যূনতম দু বছর সময়সীমার)।

ইঞ্জিনিয়ারিং (সিভিল): সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি।

ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি।

বেতনক্রম: মূল বেতন ২৮১৫০-৫৫৬০০ টাকা।

বয়সসীমা: ৩১ আগস্ট ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় দুটি পর্যায় থাকবে। প্রথম পর্যায়ের পরীক্ষায় মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে জেনারেল অ্যাওয়্যারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, রিজনিং ও সিকিউরিটি মার্কেটিং সংক্রান্ত সচেতনতা বিষয়ক প্রশ্ন। মোট ২০০ নম্বরের পরীক্ষা, সময় ১২০ মিনিট। ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেলে তবেই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা দিতে পারবেন।

দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় জেনারেল শাখার ক্ষেত্রে পেপার ওয়ানে সিকিউরিটি মার্কেট, পেপার টুতে ইংলিশ, পেপার থ্রিতে ইকোনমিক্স অ্যান্ড সোশ্যাল ইশ্যু ও ফিনান্স অ্যান্ড ম্যানজেমেন্ট। মোট ৩০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ২০ মিনিট।

লিগ্যাল/ ইনফরমেশন টেকনোলজি/ ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে পেপার ওয়ানে ফিনান্সিয়াল সেক্টর, পেপার টুতে ইংলিশ (রাইটিং স্কিল), পেপার থ্রিতে শাখা সর্ম্পকীয় স্পেশ্যালাইজেশন বিষয়ের প্রশ্ন। মোট ৩০০ নম্বরের পরীক্ষা, সময় ২ ঘণ্টা ২০ মিনিট। উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে। পরীক্ষাকেন্দ্র সম্পর্কে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।

আবেদনের ফি: ৮৫০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা। ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টার কার্ড/ ম্যাস্ট্রো), ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে ফি দিতে হবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে একটি ই-রিসিট পাওয়া যাবে, ই-রিসিটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের পদ্ধতি: www.sebi.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি, স্বাক্ষর ও বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ স্ক্যান করে রাখতে হবে, অনলাইন আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন আবেদন করা যাবে ৭ অক্টোবর ২০১৮ পর্যন্ত। প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে আগামী ১৭ নভেম্বর। দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষা হবে ১৬ ডিসেম্বর। তৃতীয় পর্যায়ের ইন্টারভিউয়ের তারিখ সময়মতো জানিয়ে দেওয়া হবে।