স্কুল সাব-ইনস্পেক্টর নিয়োগের প্রিলি পরীক্ষার তারিখ, সিলেবাস

1211
0
daily current affairs

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি নং ২২/২০১৮ অনুযায়ী সরকারি স্কুলগুলির সাব-ইনস্পেক্টর নিয়োগের জন্য প্রিলিমিনারি টেস্ট-এর তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা হবে আগামী ৭ অক্টোবর, বেলা ১২টা থেকে ১.৩০ পর্যন্ত। রাজ্যের ১২টি আলাদা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে (কলকাতা, চুঁচুড়া, বারাসাত, বর্ধমান, আসানসোল, মেদিনীপুর, কৃষ্ণনগর, পুরুলিয়া, সিউড়ি, বহরমপুর, মালদা, শিলিগুড়ি)। কোন পরীক্ষাকেন্দ্র কোন-কোন জেলার প্রার্থীদের জন্য তার তালিকা ও সেন্টার কোড ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে।

প্রিলি পরীক্ষার জন্য সিলেবাস ও পরীক্ষার ধরনও প্রকাশ করা হয়েছে। 

মোট ১০০ নম্বরের পরীক্ষা— ৫০ নম্বরের এডুকেশন এবং ৫০ নম্বরের জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক বিষয়ে। প্রতিটি প্রশ্নের মান ১।

এডুকেশন বিষয়ে প্রশ্ন হবে বিএড পরীক্ষার পাঠক্রম অনুযায়ী। জেনারেল স্টাডিজ-এর প্রশ্ন হবে সাধারণ অভিজ্ঞতা ও সাম্প্রতিক ঘটনাবলি বিষয়ে। অ্যারিথমেটিক বিষয় মাধ্যমিক মানের প্রশ্ন হবে।

সিলেবাস জানতে পারবেন এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2647155

পরীক্ষাকেন্দ্র সক্রান্ত তথ্য পাবেন এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2646223

 

PSC Exam, PSC School Sub Inspector Exam, PSC SI EXAM