স্কুল সার্ভিস আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশনের তারিখ

1421
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের উচ্চপ্রাথমিকের সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশন আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে তা আমরা জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=9829)। কোন বিষয়ের জন্য কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তা জানানো হয়েছে। এই রকম:

১৪ ফেব্রুয়ারি পিওর সায়েন্স (উঃপ্রাঃ), ১৫ ফেব্রুয়ারি বায়ো সায়েন্স (উঃপ্রাঃ), ১৫ ফেব্রুয়ারি পিওর সায়েন্স (উঃপ্রাঃ), ১৮ ফেব্রুয়ারি বায়ো সায়েন্স (উঃপ্রাঃ), ১৮ ফেব্রুয়ারি ইংরেজি (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি বাংলা (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি ভূগোল (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি নেপালি (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি ওড়িয়া (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি সাঁওতালি (উঃপ্রাঃ), ১৯ ফেব্রুয়ারি উর্দু (উঃপ্রাঃ), ২০ ফেব্রুয়ারি আরবি (উঃপ্রাঃ), ২০ ফেব্রুয়ারি হিন্দি (উঃপ্রাঃ), ২০ ফেব্রুয়ারি ইতিহাস (উঃপ্রাঃ), ২০ ফেব্রুয়ারি সংস্কৃত (উঃপ্রাঃ)।

এই পুরো সূচি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/DATEWISE-SCHEDULE-UPPER%20PRIMARY%20VERIFICATION-FIRST%20PHASE.pdf