স্কুল সার্ভিস উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষা/শারীর শিক্ষার প্যারাটিচারদের কাউন্সেলিং, কললেটার

1111
0
DPS Recruitment 2024

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকার পোষিত/স্পন্সর্ড বেসরকারি স্কুলগুলির (পার্বত্য অঞ্চল ছাড়া) উচ্চপ্রাথমিক শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ২০১৬-র ১ম এসএসটির ভিত্তিতে  কর্মশিক্ষা ও শারীরশিক্ষার সফল হওয়া প্যারাটিচারদের সংরক্ষিত ১০% আসনের জন্য কাউন্সেলিং হবে আগামী ৩১ জুলাই। স্কুল সার্ভিস কমিশনের ঠিকানায় (Acharya sadan, 11 & 11/1, Block-EE, Salt Lake, Kolkata-700091)। কাউন্সেলিংয়ের সময়সূচি ও শূন্যপদের বিশদ তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.westbengalssc.com) দেওয়া হবে আগামী ২৪ জুলাই সন্ধ্যবেলায়। কাউন্সেলিংয়ে উপস্থিত হবার জন্য ইন্টিমেশন লেটার ও নির্দেশাবলি ওই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে ২৪ জুলাই থেকেই, নিজের রোল নং ও জন্মতারিখ নির্দেশ করে। কাউকে আলাদা করে কোনো চিঠি দেওয়া হবে না। ১৬ জুলাই তারিখের এই ঘোষণাটি (Memo No.704 /6867/CSSC/ESTT/2019) দেখা যাবে এই লিঙ্কে:

http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%201st%20SLST-Physical%20&%20Work%20Education%20(XI-XII)-16.07.2019.pdf