স্কুল সার্ভিসে গ্রুপ সি, গ্রুপ ডি আরটিআইয়ের উত্তর ১ অক্টোবর থেকে

846
0
Folafal Final New

ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি স্পন্সর্ড বা সরকারি সাহায্যপ্রাপ্ত বেসরকারি আপার  প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের আরএলএসটি, ২০১৬  পরীক্ষার পর যাঁরা আরটিআই পিটিশন দাখিল করেছিলেন, তাঁদের আবেদন মঞ্জুর করে তাদের নামের তালিকা প্রকাশ করা হল আজ। আগামী ১ অক্টোবর থেকে ১২ অক্টোবরের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে পিটিশনের প্রত্যুত্তর সংগ্রহ করে নেওয়া যাবে। যাঁরা পিটিশন করেছিলেন, তাঁদের পরীক্ষার অ্যাডমিট কার্ড ও যে-কোনো একটি ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তি দেখতে পাবেন এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/NOTICE_FOR_RTI_PETITIONERS.jpg

আরটিআই প্রার্থীদের নাম-রোলনম্বের তালিকা দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Group%20-C%20&%20D%20Ready%20petitions.pdf