স্কুল সার্ভিসে সাঁওতালি মাধ্যম সহ-শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত

1161
0
SSC Tet Certificate

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভ-এর মাধ্যমে রাজ্যের সরকারি স্পন্সর্ড/সরকারি সাহায্যপ্রাপ্ত সাঁওতালি মাধ্যমের স্কুলগুলিতে সহ-শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হল। সাঁওতালি মাধ্যম স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের খবর জীবিকা দিশারীতে আগেই জানানো হয়েছিল (https://jibikadishari.co.in/?p=99540)। বিজ্ঞপ্তি নম্বর ছিল- 195/6928/CSSC/ESTT/2019 dt.15.02.2019

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু করার কথা ছিল। কিন্তু আবেদন গ্রহণ আপাতত হচ্ছে না বলে একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এই নিয়োগ সংক্রান্ত পরবর্তী কোনো খবর প্রকাশিত হলে জীবিকা দিশারীতেও জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তি দেখার লিঙ্ক- http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/srdst/Detailed-Notification-Santhali-kept%20in%20abyence-21.02.2019.pdf