স্কুল সার্ভিসের একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের এসএলএসটির ৪র্থ পর্যায়ের কাউন্সেলিং

1098
0
Assistant Teacher Recruitment

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশ শ্রেণির সহশিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য ২০১৬ সালের ১ম এসএলএসটির ৪র্থ পর্যায়ের কাউন্সেলিং হবে আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর। তার নির্ঘণ্ট প্রকাশ করা হবে আগামী ২ সেপ্টেম্বর সন্ধেবেলা। তার জন্য ওয়েটলিস্টভুক্ত প্রার্থীরা ইন্টিমেশন লেটার ডাউনলোডও করতে পারবেন ২ তারিখ সন্ধে থেকে। স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট (www.westbengalssc.com) থেকে নিজের ১৪ অঙ্কের রেজিস্ট্রেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে সেটির প্রিন্ট-আউটই কাউন্সেলিংয়ে যাবার জন্য ব্যবহার করতে হবে। আলাদা করে কাউকে কোনো হার্ডকপি পাঠানো হবে না। কাউন্সেলিং হবে কমিশনের এই ঠিকানায়: ACHARYA SADAN: 11 & 11/1, Block-EE, Salt Lake, Kolkata-700 091. স্কুল সার্ভিস কমিশনের এই বিজ্ঞপ্তি (Memo. No.906/6602(II)/CSSC/ESTT/2019Date: 30.08.2019) দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Counselling%20of%20Xi-XII-4th%20phase-30.08.2019.pdf