স্কুল সার্ভিসের ওয়ার্ক এডুকেশন ও ফিজিক্যাল এডুকেশনের কাউন্সেলিংয়ের তারিখ

755
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য স্কুল সার্ভিস কমিশনের 1ST SLST (AT), 2016 (PHYSICAL EDUCATION AND WORK EDUCATION) অনুযায়ী সরকার পোষিত বেসরকারি/স্পন্সর্ড স্কুলগুলির (পাহাড়ি এলাকা বাদে) আপার প্রাইমারি বিভাগের ওয়ার্ক এডুকেশন/ফিজিক্যাল এডুকেশন বিষয়ের ১ম এসএলএসটির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়েছে, সে খবর আমরা জানিয়েছি গত ১৩ ডিস্মবর (https://jibikadishari.co.in/?p=8993)। সফল প্রার্থীদের কাউন্সেলিং আগামী ১০ ও ১১ জানুয়ারি হবে বলে ঠিক হয়েছে, তার বিস্তারিত সূচি অচিরেই প্রকাশিত হবে। ৩ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে (Memo. No. 05 / 6867 /CSSC/ESTT/2019 Date: 03.01.2019)।

বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/download/notice/Notice_Merit%20List%20ofWork%20Education%20&%20Physical%20Education-Updated-03.01.2019.pdf

মেধাতালিকা ডাউনলোড করা যাবে বিষয়, ভাষামাধ্যম, ক্যাটেগরি, লিঙ্গ (পুরুষ/মহিলা না শুধু মহিলাদের স্কুল) ও রেজাল্ট স্টেটাস (প্যানেলভুক্ত না ওয়েটলিস্টেড তালিকা দেখতে চান) উল্লেখ করে, এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1FinalListWedPhed/

চূড়ান্ত ফল দেখা যাবে ১৪ অঙ্কের রোল নম্বর ও জন্মতারিখ উল্লেখ করে সাবমিট করলে, এই লিঙ্কে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/slst1WedPhedFinalResult/searchResult/

ওপরের সব লিঙ্কই পাওয়া যাবে এই ওয়েবপেজে: http://www.westbengalssc.com/sscorg/wbssc/home/