স্টাফ সিলেকশন কমিশন খুলছে নতুন ওয়েবসাইট, স্থগিত আসন্ন বিজ্ঞপ্তি

761
0
SSC, Central Staff Selection Commission, SSC Exam

কেন্দ্রীয় সরকারের গ্রুপ-বি ও সি পর্যায়ের চাকরির নিয়োগপরীক্ষার দায়িত্বপ্রাপ্ত স্টাফ সিলেকশন কমিশন একটি নতুন ওয়েবসাইট চালু করতে চলেছে। ঠিক হয়েছে, সেই ওয়েবসাইট থেকেই বিজ্ঞপ্তি প্রকাশ করে দরখাস্ত নেওয়া হবে জুনিয়র হিন্দি ট্র্যানস্লেটর, জুনিয়র ট্র্যানস্লেটর, সিনিয়র হিন্দি ট্র্যানস্লেটর ও হিন্দি প্রায়াধ্যাপক নিয়োগের ২০১৮ সালের পরীক্ষার জন্য। তাই ওই পরীক্ষাটির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে ৬ জুন থেকে ২৯ জুন ২০১৮ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে ইতিপূর্বে জানানো হলেও সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। শীঘ্রই নতুন করে তারিখ ঠিক হলে নতুন ওয়েবসাইটে তা জানানো হবে বলা হয়েছে। স্থগিতের বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/jht2018_06062018.pdf