কোভিড ১৯ পরিস্থিতিতে স্টাফ সিলেকশন কমিশনের বেশ কিছু স্থগিত হওয়া পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে৷ সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের তরফে একটি নোটিস জারি করে এমনটা জানানো হয়েছে৷ যে সমস্ত পরীক্ষাগুলির তারিখ ঘোষণা হয়েছে সেগুলি হল-
১. কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল পরীক্ষা (টিয়ার ওয়ান) ২০১৯-এর পরীক্ষা হবে ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর ও ২৬ অক্টোবর ২০২০৷
২. জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভেয়িং অ্যান্ড কনট্রাক্টস) পরীক্ষা (পেপার ওয়ান) ২০১৯-এর পরীক্ষা হবে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২০২০৷
৩. কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলল পরীক্ষা (টিয়ার টু) ২০১৯-এর পরীক্ষা হবে ২ নভেম্বর থেকে ৫ নভেম্বর ২০২০৷
৪. এগজামিনেশন ফর সিলেকশন পোস্ট (ফেজ এইট) ২০২০-র পরীক্ষা হবে ৬ নভেম্বর, ৯ নভেম্বর ও ১০ নভেম্বর ২০২০৷
৫. স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি ২০১৯-এর পরীক্ষা হবে ১৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২০৷
৬. জুনিয়র হিন্দি ট্র্যান্সলেটর, জুনিয়র ট্র্যান্সলেটর, সিনিয়র হিন্দি ট্র্যান্সলেটর, হিন্দি প্রাধ্যাপক (পেপার ওয়ান) ২০২০-র পরীক্ষা হবে ১৯ নভেম্বর৷
৭. সাব ইনস্পেক্টর দিল্লি পুলিশ ও সিএপিএফএস পরীক্ষা (পেপার ওয়ান) ২০২০ হবে ২৩ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত৷
৮. কনস্টেবল (এগজিকিউটিভ) দিল্লি পুলিশ ২০২০-র পরীক্ষা হবে ২৭ নভেম্বর, ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর, ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর ২০২০৷
https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/revnotice_21072020.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পাওয়া যাবে৷
লাইভ টিভি দেখুন: https://chetana.tv/
বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল