স্টাফ সিলেকশন কমিশনের স্টেনোগ্রাফার নিয়োগ পরীক্ষায় সফল আরও ৯০

688
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

স্টাফ সিলেকশন কমিশন কমিশনের ২০১৭-র স্টেনোগ্রাফার গ্রেড-‘সি’ ও ‘ডি’ নিয়োগ পরীক্ষার স্কিল টেস্টের পর চূড়ান্ত ফল বেরিয়েছে গত ২৮ নভেম্বর ও ১০ ডিসেম্বর। চূড়ান্ত সফল হিসাবে গ্রেড-‘সি’তে ৬০১ জন ও গ্রেড-‘ডি’তে ২২৬৭ জনের তালিকা ছিল।

এরপর কমিশন স্কিল টেস্টের আরও খুঁটিয়ে পর্যালোচনা করে আরও ৯০ জনকে স্কিল টেস্টে সফল বলে চিহ্নিত করেছে। গ্রেড-‘সি’তে ১৬ জন ও গ্রেড-‘ডি’তে ৭৪ জন। এই সংযোজিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলিতে, আগামী ২৩ ও ২৪ মার্চ। যথাযথ দিনক্ষণ জানা যাবে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে।

কমিশনের এই ফলাফল সংক্রান্ত ঘোষণা দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno_result_18032019.pdf

গ্রেড-ডির সংযোজিত তালিকা দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno_gradedlist_18032019.pdf

গ্রেড-ডির সংযোজিত তালিকার লিঙ্ক: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno_gradeclist_18032019.pdf