স্টাফ সিলেকশনের মাল্টিটাস্কিং প্রথম পেপারে সফল আরও ৯৫৫১ জন

590
0

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর মাল্টিটাস্কিং (নন-টেকনিক্যাল) পরীক্ষার পেপার ওয়ানের ফল গত ৫ নভেম্বর প্রাকাশিত হয়েছে, কিন্তু প্রাক্তন সমরকর্মী ও অর্থনৈতিকভাবে দুর্বলতর শ্রেণি সংক্রান্ত সংরক্ষণগত কিছু অসঙ্গতির কারণে তাতে কিছু অসম্পূর্ণতা দেখা যায়। তাই সেগুলি পুনর্বিবেচনা করা হয় এবং আগে ঘোষিত ১১১১৬২ জন সফল প্রার্থীর সঙ্গে আরও ৯৫৫১ জন পেপার-ওয়ানের পরীক্ষায় সফল হয়ে পেপার-টুতে বসার জন্য যোগ্য বলে বিবেচিত হন। প্রসঙ্গত, পেপার-টুয়ের পরীক্ষা হবে আগামী ২৪ নভেম্বর। রাজ্য ও ক্যাটেগরিভিত্তিক বিভিন্ন কাট-অফ সীমার তালিকা সহ কমিশনের ১১ নভেম্বরের এই বিজ্ঞপ্তি (F. No. 7/2/2019-C-1/2) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/mts_writeup_latestnew_additional_11112019.pdf