স্টাফ সিলেকশনের স্টেনো গ্রেড ‘সি’ ও ‘ডি’ ফল ২৯ মার্চ

600
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র স্টেনোগ্রাফার গ্রেড-‘সি’ ও ‘ডি’ নিয়োগের স্কিল টেস্টের ফল ইতিমধ্যে বেরিয়েছে গত ২৮ নভেম্বর, তারপর আরও একটি সংযোজনী তালিকা প্রকাশ করা হয় ১০ ডিসেম্বর।

কিন্তু পরীক্ষার্থীদের একাংশের তরফ থেকে স্কিল টেস্টের মূল্যায়ন নিয়ে অভিযোগ ওঠে এবং তার পরিপ্রেক্ষিতে ওই ফলাফল পুরোটাই বাতিল করা হয়, নতুন করে পর্যালোচনা ও মূল্যায়নের উদ্দেশ্যে (https://jibikadishari.co.in/?p=9094)।

সেই নতুন মূল্যায়নের ভিত্তিতে আগামী ২৯ মার্চ ফল প্রকাশ করা হবে বলে সম্ভাবনা প্রকাশ করা হয়েছে ১৪ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে (File No. 11/1/2017-C-I/2)।

এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/steno_final_result_14012019.pdf