স্টাফ সিলেকশনের স্টেনো নিয়োগ পরীক্ষার স্কিল টেস্টে ভুলের হিসাব ডাউনলোড

718
0
Folafal Final Pic

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭-র স্টেনোগ্রাফার গ্রেড-সি ও ডি নিয়োগের পরীক্ষার স্কিল টেস্টের ফল প্রকাশ করেছে পর্যায়ক্রমে গত ২৮ নভেম্বর, ১০ ডিসেম্বর ও ১৮ মার্চ।

এবার স্কিল টেস্টে কার কত শতাংশ ভুল হয়েছে তাও আপলোড করা হয়েছে, প্রার্থীরা ইউজার আইডি (রোল নম্বর) ও পাসওয়ার্ড (জন্মতারিখ) উল্লেখ করে লগইন করে তা দেখতে ও ডাউনলোড করে নিতে পারেন।

এই বিজ্ঞপ্তি (File No. 11/1/2017–C-1/2) দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/marks_steno_20032019.pdf