স্টাফ সিলেকশনের ২০১৭-র কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার চূড়ান্ত স্কোর

574
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল পরীক্ষার চূড়ান্ত ফল কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গত ২০ ডিসেম্বর। যাঁরা লিখিত পরীক্ষায় সফল হয়ে স্কিল টেস্ট/ডকুমেন্ট ভেরিফিকেশনের উপস্থিত হয়েছিলেন তাঁদের প্রাপ্ত চূড়ান্ত নম্বর এবার আপলোড করা হল। আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত নিজের রোল নম্বর/ রেজিস্ট্রেশন নম্বর ও রেজিস্টার্ড পাসওয়ার্ড দিয়ে ওই ওয়েবপেজেই দেওয়া সুরক্ষা কোড (কিছু অক্ষর ও সংখ্যা) টুকে দিয়ে সাবমিট করলেই জানতে পারবেন নিজে কত পেয়েছেন। এই লিঙ্কে: http://164.100.129.99/marksmodule/

কমিশনের ২৬ ডিসেম্বরের এই বিজ্ঞপ্তি (File No. 11/1/2017-C-1/1)দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/marks-chsl17_26122019.pdf