স্টাফ সিলেকশনের ২০১৭ হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার ফল

897
0
SSC Constable GD

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৭ সালের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি (১০+২) লেভেল এগজামিনেশনের টিয়ার-টু (ডেস্ক্রিপটিভ পেপার)-এর ফল বেরিয়েছে।

টিয়ার-টু পরীক্ষা হয়েছিল গত ১৫ জুলাই।

বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কস জানানো হয়েছে।

সফল হয়েছেন সিঅ্যান্ডএজি দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদের স্কিল টেস্টের জন্য ১৪২৭ জন, অন্যান্য দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর পদের স্কিল টেস্টের জন্য ২২৯ জন এবং লোয়ার ডিভিশন ক্লার্ক/জুনিয়র সেক্রেটারিয়েট ও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট পদের টাইপিং টেস্টের জন্য ৩৩৯৬৭ জন।

কমিশনের ১০ মের এই বিজ্ঞপ্তি (F.No.11/01/2017-C-1/1) সহ কাট-অফ মার্কসগুলি দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/CHSLE_2017_Result%20Writeup_10052019_latestnews.pdf

কোন দপ্তরে কোন ক্যাটেগরির সম্ভাব্য শূন্যপদ কত তা জানা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Vacancy_Tentative_CHSL_2017_10.05.2019.pdf

স্কিল টেস্টের সময় ডকুমেন্ট ভেরিফিকেশনও হবে। এই কর্মসূচি যথাসময়ে জানা যাবে কমিশনের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে।