স্টাফ সিলেকশনের ২০১৮-র ফেজ-সিক্স সিলেকশন পরীক্ষার ফল

535
0
NET, Net, Net Online Application

স্টাফ সিলেকশন কমিশন ম্যাট্রিকুলেশন লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েট ও উচ্চতর যোগ্যতা মানের প্রার্থীদের জন্য Phase-VI/ 2018/Selection Post Examination-এর কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নিয়েছিল ম্যাট্রিকুলেশন স্তরের জন্য গত ১৬-১৮ জানুয়ারি ও বাকি দুই মানের যোগ্যতার প্রার্থীদের জন্য ১৭ ও ১৮ জানুয়ারি। আবেদন করেছিলেন ম্যাট্রিকুলেশন লেভেলের জন্য ২,১০,৬০১ জন, পরীক্ষা দিয়েছিলেন ৫৫,৫৯৪ জন, হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য ৭৪,৪৬২ জন, পরীক্ষা দিয়েছিলেন ১৭,৫৫৪ জন, এবং গ্র্যাজুয়েট ও উচ্চতর যোগ্যতা মানের জন্য আবেদন করেন ১,৫২,০৭৯ জন, পরীক্ষা দেন ৩২,২৪২ জন।

সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। কমিশনের সাইটে (https://ssc.nic.in/) ফল জানা যাবে।

১৭ মে-র এই বিজ্ঞপ্তি (F.No.15/7/2017-RHQ), প্রাসঙ্গিক নির্দেশাবলি ও কাট-অফ মার্ক সহ, দেখা যাবে ম্যাট্রিক লেভেলের জন্য এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Writeup_Matriculation_17052019.pdf

হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Writeup_HigherSecondary_17052019.pdf

গ্র্যাজুয়েট ও উচ্চতর যোগ্যতা মানের জন্য এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/WriteupGraduation_17052019.pdf