স্টাফ সিলেকশনের ২০১৯ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-১) আন্সার-কী

886
0
ssc cgl result

স্টাফ সিলেকশন কমিশনের ২০১৯-এর কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (টিয়ার-১) পরীক্ষার চূড়ান্ত আন্সার-কী প্রকাশিত হল। সঙ্গে পরশ্নপত্রও দেওয়া হয়েছে। নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ঢুকে এসব দেখা যাবে। এই পরীক্ষার ফল কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে গত ১ জলাই।

পরীক্ষার্থীরা ওই আন্সার-কী, সংশ্লিষ্ট প্রশ্নপত্র ও নিজের রেসপন্স শীটের প্রিন্ট-আউট নিয়ে রাখতে পারেন। আগামী ৬ আগস্ট বিকেল ৪টে পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে, তার পরে নয়। কমিশনের ৭ জুলাই তারিখের এই বিজ্ঞপ্তিটি (F. No. 18/1/2019-C-1/1 ) দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Final_Answer_key%20cgle19t1.pdf

আন্সার-কী ইত্যাদি দেখার লিঙ্ক: https://ssc.digialm.com/EForms/configuredHtml/2207/62147/login.html

 

 

 

লাইভ টিভি দেখুন : https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল