স্টেট ব্যাঙ্কে ৮০০০ ক্লার্ক নিয়োগের মূল পরীক্ষার অ্যাডমিট কার্ড

1509
0

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় ৮০০০ ক্ল্যারিক্যাল কর্মী (জুনিয়র অ্যাসোশিয়েট) নিয়োগের জন্য মূল পর্বের লিখিত পরীক্ষা হবে আগামী ৩১ অক্টোবর। এখন তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারেন। আগামী ৩১ অক্টোবর পর্যন্তই ডাউনলোড করা যাবে। নিজের রেজিস্ট্রেশন/রোল নম্বর, পাসওয়ার্ড/ জন্মতারিখ ও সঙ্গে দেওয়া ক্যাপচা দিয়ে ডাউনলোড করতে পারবেন নিচের ওয়েবপেজে দেওয়া লিঙ্ক থেকে (কীভাবে ডাউনলোড করবেন, সমস্যা হলে কী করবেন ইত্যাদিও জানানো আছে আলাদা-আলাদা লিঙ্কে): https://ibpsonline.ibps.in/sbijassdec19/clomea_oct20/login.php?appid=56f5342e2c4d13b49cb5b8ef0f60f4e8  

SBI, SBI JOBS, SBI CLERK RECRUITMENT