স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ফার্মাসিস্ট পদের ডকুমেন্ট ভেরিফিকেশন

383
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে ন্যাশনাল আরবান হেলথ মিশনে ফার্মাসিস্ট নিয়োগের (বিজ্ঞপ্তি নং SHFWS/2018/146 Dated 22/5/2018) জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কয়েকটি ব্যাচে ভাগ করে, স্বাস্থ্যভবনের ২য় তলে অডিটোরিয়ামে (স্বাস্থ্য ভবন, সেক্টর ফাইভ, সল্ট লেক, কলকাতা-৭০০০৯১)। ভেরিফিকেশন শুরু হবে ১৩ আগস্ট, চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ভেরিফিকেশনে সফল হলে প্রার্থী বাছাই প্রক্রিয়ার পরবর্তী পর্যায়ের জন্য নির্বাচিত হবেন। কারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্বাচিত হয়েছেন, কবে কখন উপস্থিত হতে হবে, সঙ্গে কী-কী নিয়ে যেতে হবে ইত্যাদি জানতে পারবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এই লিঙ্কে: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/9602.pdf