স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২১ ডেন্টাল হাইজেনিস্ট

1033
0

রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন ন্যাশনাল ওরাল হেলথ প্রোগ্রামে চুক্তির ভিত্তিতে ২১ জন ডেন্টাল হাইজেনিস্ট নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট নোটিস নম্বর: SHFWS/2018/172. অনলাইন আবেদন করা যাবে ৭ জানুয়ারি সকাল ১১টা থেকে ২৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত।

শূন্যপদের বিন্যাস: ২১ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ৭, তপশিলি উপজাতি ২, ওবিসি এ ৩, ওবিসি বি ৩, শারীরিক প্রতিবন্ধী ১)।

পারিশ্রমিক: প্রতি মাসে ১৫০০০ টাকা।

যোগ্যতা: ১) কোনো স্বীকৃত বোর্ড থেকে সায়েন্স গ্রুপে ১০+২ পাশ। ২) ডিসিআই স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে ডেন্টাল হাইজেনিস্ট কোর্সে ডিপ্লোমা। ৩) ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। ডিসিআই স্বীকৃত কোনো ডেন্টাল কলেজ/ সিই রেজিস্টার্ড ক্লিনিকে অন্তত দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে।

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি মেধাতালিকার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদনের ফি: ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি এ/ বি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: www.wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ১৮ জানুয়ারি ২০১৯ পর্যন্ত। আবেদনের ফি দেওয়া যাবে ২২ জানুয়ারি ২০১৯ ব্যাঙ্কের সময়সীমার মধ্যে। তারপর আবেদনপত্র পুরোপুরি জমা করা যাবে ২৫ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত।