হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের ২ স্কুলে এবং উত্তর ২৪ পরগনার ১ কলেজে চাকরি

725
0
Jela School Teacher Recruit

হাওড়ার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে ইংলিশ সহ বিএ পাশ বিএড তপশিলি জাতি ইসি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স সহ ২৯ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster, Karatberia High School (HS), Vill+PO Karatberia, PS Uluberia, Dist Howrah, Pin 711316.

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

১৪ মে ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে এমএ (পলিটিক্যাল সায়েন্স) বিএড তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Jalchak Nateswari Netaji Vidyayatan, Vill+Po Jalchak, PS Pingla, Dist Paschim Medinipur, Pin 721155.

উত্তর ২৪ পরগনার কলেজে চাকরি

বসিরহাট মহাবোধি কলেজ অব এডুকেশন-এর বিএড ডিপার্টমেন্টের জন্য বাংলা, ফিজিক্যাল সায়েন্স, এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে এম/ এমএসসি, নেট/ স্লেট/ সেট পাশ এবং লাইব্রেরিয়ানের ক্ষেত্রে বিলিব/ বিলিস পাশ। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২৪ জানুয়ারি ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Basirhat Mahabodhi College of Education, PO Champapukur, North 24 Pgs, Pin 743291. Email- link2bmce@gmail.com, মোবাইল নম্বর: ৯৩৩২৬৮১০৭০।