হাওড়া জেলা আদালতে বেঞ্চ ক্লার্ক, গ্ৰুপ ডি

980
0
Howrah Jela Adalat

হাওড়া জেলা আদালতে বেঞ্চ ক্লার্ক ও গ্ৰুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তি নম্বর – 01/FTC/HOW, Dated: 18th June, 2018, Howrah.

শূন্যপদ: বেঞ্চ ক্লার্ক ৩, গ্ৰুপ ডি ৩

যোগ্যতা:

বেঞ্চ ক্লার্ক – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, কম্পিউটার জানা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

গ্ৰুপ ডি – স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা: বেঞ্চ ক্লার্ক পদের জন্যে বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। গ্ৰুপ ডি পদের জন্য বায়োস সীমাও একই।

আবেদন পদ্ধতি: আগামী ৭ জুলাই, ২০১৮ তারিখের আগে আবেদন করতে হবে. আবেদন পত্রের সঙ্গে প্রয়োজনীয় নথির নিজের এটাস্টেড কপি দিতে হবে। নিজের ঠিকানা লেখা এবং একটি ৫ টাকার স্ট্যাম্প সাঁটানো খাম দিতে হবে। আবেদন ফি হিসাবে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট দিতে হবে। ড্রাফট হবে In Favour of “The Chariman, District Recruitment Committee and District Judge, Howrah” Payable at Howrah.

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Chairman, District Recruitment Committee, Howrah and District & Sessions Judge, Howrah, Howrah District and Sessions Court, Office of the District Judge, Howrah, English Department, 4/1 Mahatma Gandhi Road, Howrah-711101, West Bengal

আবেদন পত্রের নমুনা ডাউনলোড লিঙ্ক –

http://ecourts.gov.in/sites/default/files/Fast%20Track%20Court%20Employment%20Notification%20No.%2001%20dated%2018.06.18.pdf