হাওড়া জেলায় এমজিএনআরজিএ প্রকল্পে ১০

1116
0
SSC, SSC Selection Post, SSC Jobs, Central Government Job, Government Job

হাওড়া জেলায় এমজিএনআরজিএ প্রকল্পের জন্য একাধিক পদে নিয়োগের  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর–I/1809/2020, Date: 11.02.2020.

শূন্যপদ— টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ১, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ১, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ৮।

শিক্ষাগত যোগ্যতা—

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা।

কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট: উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ছয় মাসের কোর্স করে থাকতে হবে। ৬০০০ কী-ডিপ্রেশন প্রতি মিনিট থাকতে হবে।

প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট: ফিজিক্স, অঙ্ক সহ উচ্চমাধ্যমিক শাখায় ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় আছে

বেতন— টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাসিক ২৫ হাজার, বাকি পদের জন্য মাসিক ১৬ হাজার।

আবেদন— অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি, ২০২০। আবেদন করার পর আবেদনের প্রিন্ট-আউট নিয়ে রেখে দিতে হবে।

পরীক্ষা পদ্ধতি— তিনটি পদের জন্যেই এমসিকিউ পরীক্ষা ৫০ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার ওপর সর্বোচ্চ ১০ নম্বর।

আবেদনের লিঙ্ক— https://howrahzilaparishad.in/

 

 

Howrah Jobs, Howrah Recruitment, West Bengal Jobs