হুগলি জেলা আদালতে আবেদনের ফি জমা দেবার সময়সীমা বাড়ল

720
0
Hoogly Govt Job

হুগলি জেলাশাসকের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তির উত্তরে যাঁরা ২৯ জানুয়ারির মধ্যে আবেদনের জন্য রেজেস্ট্রেশন করবেন বা করেছেন তাঁরা স্টেট ব্যাঙ্কে সার্ভারের কারিগরি গোলযোগের কারণে সময়মতো অনলাইন ফি পেমেন্টের সমস্যায় পড়লে বা ইতিমধ্যে সমস্যায় পড়ে থাকলে একইভাবে ফি মেটাতে পারবেন আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে। আগে অনলাইন ফি জমা দেওয়ার এই সময়সীমা ছিল ২৯ জানুয়ারি। হুগলি জেলাশাসকের পক্ষ থেকে ২৮ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1919

প্রসঙ্গত, ৩৯ এলডিসি, স্টেনো, প্রসেস সার্ভার, গ্রুপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তির বিশদ খবর আমাদের পোর্টালে প্রকাশিত হয়েছিল গত ২৬ ডিসেম্বর (https://jibikadishari.co.in/?p=9178)। তারপর ১৯ জানুয়ারি আদালতের এক সংশোধনী বিজ্ঞপ্তিতে (নং ২৬৯/কিউএসটিটি) জানানো হয়েছিল, এলডিসির শূন্যপদ ১৭-র বদলে ১৮ হবে (যোগ হয়েছে এসসি এক্স সার্ভিসম্যান ১) এবং পিওন ও গ্রুপ-ডি শূন্যপদ ১৩-র থেকে বেড়ে ১৪ হয়েছে (অসংরক্ষিত এসসি ২-এর বদলে বেড়ে মোট ৩ হয়েছে)। ফলে মোট শূন্যপদ দাঁড়ায় ৪১।