হুগলি জেলা আদালতে ক্লার্ক, স্টেনো, গ্রুপ-ডি নিয়োগের পরীক্ষা ১৭ মার্চ, বেরোল সিটি সেশন কোর্টের সুইপার নিয়োগ পরীক্ষার ফল

915
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

হুগলি জেলা জজের দপ্তরে ইংরেজি স্টেনো, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের পরীক্ষা হবে আগামী ১৭ মার্চ। এজন্য সংশ্লিষ্ট প্রার্থীদের অ্যাডমিট কার্ড ছাড়া হবে শিগগিরই। কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে ও হুগলি জেলা আদালতের  ও হুগলি জেলার ওয়েবসাইটে চোখ রাখতে বলা হচ্ছে।

৬ ফেব্রুয়ারি ইস্যু করা এই বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1929

কলকাতা সিটি সেশন কোর্টে সুইপার (গ্রুপ-ডি) নিয়োগের ২০১৭-১৮-র পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাসশিত হয়েছে। দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1930