হুগলিতে রূপশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর ৬

1066
0
Govt Job in West Bengal, West Bengal Govt Job, West Medinipur Govt Job

হুগলি জেলায় ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের জন্য চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– 119/SW-Hug, Date : 15/01/2020.

শূন্যপদ — অ্যাকাউন্ট্যান্ট ১ (এসটি), ডেটা এন্ট্রি অপারেটর ৫ (এসসি ২, এসটি ১, ওবিসি-এ ২) পদ রয়েছে।

যোগ্যতা—

অ্যাকাউন্ট্যান্ট: অনার্স সহ কমার্স গ্র্যাজুয়েট, এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান, স্প্রেড শীট, ট্যালি, প্রেজেন্টেশন প্যাকেজ জানা থাকতে হবে। সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

ডেটা এন্ট্রি অপারেটর: যে-কোনো শাখায় স্নাতক যোগ্যতা। এমএস অফিস সহ কম্পিউটার জ্ঞান, ৩০টি শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড, সরকারি বা বেসরকারি ক্ষেত্রে অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা — ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

আবেদন — অনলাইনে আগামী ১০ ফেব্রুয়ারি, ২০২০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। একজন একটি পদের জন্যেই আবেদন করতে পারবেন। আবেদন করার সময় স্ক্যান করা ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে।

পারিশ্রমিক: অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ১৫ হাজার টাকা প্রতি মাস, ডেটা এন্ট্রি অপারেটর  পদের জন্য ১১ হাজার টাকাপ্রতি মাস।

পরীক্ষা পদ্ধতি —

অ্যাকাউন্ট্যান্ট: জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ ও অ্যাকাউন্ট্যান্সি ৫০ নম্বর লিখিত পরীক্ষা, ৪০ নম্বর কম্পিউটার টেস্ট, ১০ নম্বর পার্সোন্যালিটি টেস্ট।

ডেটা এন্ট্রি অপারেটর:  জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ ৪০ নম্বর লিখিত পরীক্ষা, ৫০ নম্বর কম্পিউটার টেস্ট, ১০ নম্বর পার্সোন্যালিটি টেস্ট।

আবেদনের জন্য ওয়েবসাইট — http://www.hooghly.gov.in/

বিজ্ঞপ্তির লিঙ্ক — http://www.hooghly.gov.in/public_doc/119accdeo.pdf

 

 

Hoogly Govt Job, Current Jobs in West Bengal, West Bengal Government Job,