হুগলির স্কুলে চাকরি

1173
1
hooghly-recruitment-picture

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে চারজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে।

১) বিএসসি পাশ (পিওর সায়েন্স), অসংরক্ষিত শারীরিক প্রতিবন্ধী।

২) বিএ পাশ (ইতিহাস), ওবিসি এ।

৩) বিএ পাশ (ইংরেজি), তপশিলি জাতি।

৪) জিও-তে অনার্স/ পিজি, অসংরক্ষিত। সবক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার।

যাবতীয় প্রমাণপত্রাদির এক কপি জেরক্স সহ ২১ জুলাই ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

ঠিকানা: The President, Baratajpur High School (HS), Vill+PO Baratajpur, Dist Hooghly, Pin-712306.