হোমগার্ড যাচ্ছে স্বরাষ্ট্র দফতরে

752
0
wb home guard recruitment 2023

পুজোর আগেই অসামরিক প্রতিরক্ষা দফতরের অধীনে থাকা ৬০ হাজার হোমগার্ড কর্মীকে স্বরাষ্ট্র দফতরের অধীনে নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে হোমগার্ডদের ভূমিকায় রাজ্য সরকার খুশি।

বিভিন্ন জেলায় হোমগার্ডে কর্মরত বিশাল সংখ্যক এই কর্মীদের আরও গুরুত্ব বাড়িয়ে স্বরাষ্ট্র দফতরে নিয়ে এসে রাজ্যের পুলিশের কাজের ঘাটতি মেটাতে এমন উদ্যোগ বলে প্রশাসনের একটি অংশের অভিমত।

আশা করা যায়, সরাসরি স্বরাষ্ট্র দফতরের অধীনে আসার ফলে হোমগার্ডদের দীর্ঘদিনের নানান বঞ্চনা ও অভাব-অভিযোগের দিকটাও খতিয়ে দেখবে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।