হ্যান্ডলুম টেকনোলজিতে ডিগ্রি কোর্স ভর্তি শুরু

1101
0
Handloom course, Handloom and Textile course

কেন্দ্রীয় সরকার বস্ত্র মন্ত্রণালয়-এর অধীনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজিতে চার বছরের হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজির বিটেক এবং  ল্যাটারাল এন্ট্রিতেও বিটেক করার জন্য আবেদন গ্রহণ চলছে।

বিটেক (টেক্সটাইল টেকনোলজি) যোগ্যতা: ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রিতে মিলিয়ে গড়ে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক উত্তীর্ণ,  জেইইই মেইন, ২০১৯ পরীক্ষায় বৈধ স্কোর থাকতে হবে।

ভর্তি প্রক্রিয়া: জেইইই মেইন, ২০১৯ পরীক্ষায় র‍্যাঙ্কিং-এর ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হবে।

ল্যাটারাল এন্ট্রি দ্বিতীয় বর্ষে বিটেক (টেক্সটাইল টেকনোলজি) যোগ্যতা: হ্যান্ডলুম টেকনোলজি/হ্যান্ডলুম অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি/টেক্সটাইল টেকনোলজি নিয়ে ডিপ্লোমা থাকলে বা সহযোগী বিষয় হিসাবে অঙ্ক নিয়ে বিএসসি করা থাকলে বা উচ্চমাধ্যমিকে অঙ্ক নিয়ে পড়া বিএসসি প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।

ভর্তি প্রক্রিয়া: ডিপ্লোমা/বিএসসি ডিগ্রিতে প্রাপ্ত শতকরা নম্বরের ভিত্তিতে অ্যাডমিশন নেওয়া হবে।

আবেদন: ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে নিতে পারবেন। আগামী ২৮ জুন, ২০১৯ পর্যন্ত আবেদন জমা নেওয়া হবে।

 ওয়েবসাইট: www.iihtsalem.edu.in

 

 

Handloom course, Handloom and Textile course