২০১৭-র কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের সংশোধন, সম্ভাব্য শূন্যপদের সংখ্যা

663
0
Folafal Final Pic

২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল গ্রুপ অব পোস্টস-ডি (কোড@) সিবিইসি গ্রুপ-‘সি’ ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বয়সসীমা ২০-২৭ বছর, সেটি হবে ১৮-২৭ বছর। আর সব যেমন আছে তেমনই থাকবে। কমিশনের গত ১৫ জুনের এক বিজ্ঞপ্তিতে (F.No.3-4/2016-P&P-1) একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/cgle17_corrigendum_15062019.pdf

কমিশনের অপর এক বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে ২০১৭ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার জন্য গত ১৪ জুন পর্যন্ত শূন্যপদের সম্ভাব্য হিসাব।

পদ ও দপ্তর/মন্ত্রক/বিভাগ অনুযায়ী ভাগ করা (জোন/রাজ্য ওয়াড়ি নয়, তার জন্য নজর রাখতে হবে আঞ্চলিক অফিসগুলির ওয়েবসাইটে) সেই হিসাব দেখা যাবে এই লিঙ্কে:

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Vacancies_CGLE_2017_14062019.pdf