রাজ্য সরকারের উদ্যোগে যে জব ফেয়ার আয়োজিত হবার কথা ছিল তা আপাতত বাতিল। আগামী ২৭ নভেম্বর মঙ্গলবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কারিগরি শিক্ষা দপ্তর থেকে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলিকে রবিবার রাতেই এসএমএস করে জানিয়ে দেওয়া হয়েছে জব ফেয়ার স্থগিত রাখার খবর।
দপ্তর সূত্রে যেটুকু জানা গেছে, তাতে বিভিন্ন কোম্পানির থেকে প্লেসমেন্টের ব্যাপারে যে সংখ্যা আশা করা হয়েছিল, তা আশানুরূপ না হওয়ায় স্থগিত রাখা হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় জানা গেছে যে, এই জব ফেয়ার হবার কথা ছিল মূলত কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথীদের জন্য, পরবর্তীকালে হতে পারে সার্বিকভাবে— জব ফেয়ার না করে রাজ্যের বিভিন্ন বৃত্তিমূলক বা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলিতে যাঁরা ট্রেনিংপ্রাপ্ত রয়েছেন তাঁরা সেই জব ফেয়ারে বিভিন্ন কোম্পানির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেই ফেয়ার কবে হবে তা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে বাকি প্রার্থীরাও অভিজ্ঞতার জন্য সেই ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন বলে জানা গেছে।
West Bengal Job Fair, Job fair in west bengal