৬০৬৩ অ্যাপ্রেন্টিস নিয়োগ এরাজ্য সহ দেশের ৩৮ প্রতিরক্ষা কারখানায়

1491
0

পশ্চিমবঙ্গের দমদম, কাশীপুর ও ইছাপুরের ৪ প্রতিরক্ষা সামগ্রীর ৫৮৩ জন তরুণ-তরুণী নেওয়া হবে বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য, সারা দেশে মোট ৩৮টি প্রতিরক্ষা সামগ্রীর কারখানায় নেওয়া হবে ৬০৬৩ জন (পশ্চিমবঙ্গে ৫৮৩ ছাড়া চন্ডিগড়ে ৪৬, মধ্যপ্রদেশে ৫৯০, মহারাষ্ট্রে ১৮৬০, ওড়িশাতে ৬৩, তামিলনাড়ু ১০৮০, তেলেঙ্গানা ৪৩৮, উত্তরপ্রদেশ ১২৪০, উত্তরাখণ্ড ১৫১)। আবেদন করতে হবে অনলাইনে।

আবশ্যিক যোগ্যতা: নন-আইটিআই আসনগুলির ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ। ম্যাথমেটিক্স ও বিজ্ঞানের প্রতিটিতেও অন্তত ৪০ শতাংশ নম্বর থাকতে হবে। আইটিআই যোগ্যতার (এক্স-আইটিআই) আসনগুলির ক্ষেত্রে এনসিভিটি বা এসসিভিটি আয়োজিত ট্রেড টেস্টে পাশ হতে হবে। উপযুক্ত শারীরিক মানও থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখের হিসেবে।

বয়সসীমা: ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের হিসাবে বয়স হতে হবে ১৫ থেকে ২৪ বছর। সংরক্ষণের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় নিয়মানুযায়ী ছাড় পাওয়া যাবে।

ট্রেনিংয়ের মেয়াদ, স্টাইপেন্ড: নন-আইটিআইদের ক্ষেত্রে ট্রেড অনুযায়ী অ্যাপ্রেন্টিস আইন মতো ট্রেনিংয়ের মেয়াদ হবে। এক্স-আইটিআইদের ক্ষেত্রেও তাই তবে তাঁরা আইটিআইয়ে যত বছরের কোর্স করেছেন ততবছর বাদ দিয়ে ট্রেনিং হবে। মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে সরকারি আধাদক্ষ কর্মীদের প্রদেয় মূল বেতনের নির্দিষ্ট অংশ। যেমন ১ম বছর মূল বেতনের ৭০, ২য় বছর ৮০ ও ৩য় বছর ৯০ শতাংশ হারে। অন্য কোনো ভাতা নেই, কেবল কারখানার হাসপাতালে নিখরচায় চিকিৎসার সুবিধা পাবেন। হস্টেল বা থাকা-খাওয়ার ব্যবস্থা নেই। ট্রেনিং শেষে চাকরির দায়দায়িত্বও কোনোপক্ষের নেই।

প্রার্থী বাছাই পদ্ধতি: মেধাতালিকার ভিত্তিতে বাছাই প্রার্থীদের মেডিকেল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে www.ofb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে আগামী ৯ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ পর্যন্ত। অর্ডন্যান্স ফ্যাক্টরির ওয়েবসাইটে আবেদন করার আগে www.apprenticeship.gov.in পোর্টালে গিয়ে অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে।

পশ্চিমবঙ্গের অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলির শূন্যপদের বিন্যাস: গান অ্যান্ড শেল ফ্যাক্টরি, কাশীপুর: নন-আইটিআই ফিটার: ১২ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১)। নন-আইটিআই মেশিনিস্ট: ৫৪ (অসংরক্ষিত ২৭, ওবিসি ১৩, তপশিলি জাতি ১২, তপশিলি উপজাতি ২)। এইসবের মধ্যে ৩টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। নন-আইটিআই টার্নার: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই ফিটার: ৬ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই মেশিনিস্ট: ১৪ (অসংরক্ষিত ৭, ওবিসি ৩, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। প্রাক্তন আইটিআই টার্নার: ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই ইলেক্ট্রিশিয়ান: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)।

মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুর: নন-আইটিআই ফোর্জার অ্যান্ড হিট ট্রিটার: ২৫ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই ইলেক্ট্রিশিয়ান: ২৮ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৬, তপশিলি জাতি ৬, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই ফিটার: ৬০ (অসংরক্ষিত ৩১, ওবিসি ১৩, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৩)। প্রাক্তন আইটিআই মেশিনিস্ট: ৬০ (অসংরক্ষিত ৩১, ওবিসি ১৩, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৩)। প্রাক্তন আইটিআই মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ২৫ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৫, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই টার্নার: ২৫ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই ওয়েল্ডার (জিঅ্যান্ডই): ২৫ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। এইসবের মধ্যে ৮টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

অর্ডন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতা: নন-আইটিআই ফিটার: ৯ (অসংরক্ষিত ৩, ওবিসি ৪, তপশিলি জাতি ২)। নন-আইটিআই টার্নার: ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। নন-আইটিআই মেশিনিস্ট: ৭ (অসংরক্ষিত ৩, ওবিসি ২, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই ফিটার: ৭ (অসংরক্ষিত ৫, ওবিসি ১, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই টার্নার: ৩ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই মেশিনিস্ট: ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ২)। প্রাক্তন আইটিআই ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ৯ (অসংরক্ষিত ৩, ওবিসি ৩, তপশিলি জাতি ৩)। প্রাক্তন আইটিআই মেকানিক মেষিন টুল মেন্টেন্যান্স: ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। প্রাক্তন আইটিআই ইলেক্ট্রনিক মেকানিক: ৫ (অসংরক্ষিত ৩, ওবিসি ১, তপশিলি জাতি ১)। এইসবের মধ্যে ২টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

রাইফেল ফ্যাক্টরি ইছাপুর, কলকাতা: নন-আইটিআই ফিটার: ৫০ (অসংরক্ষিত ২৮, ওবিসি ১০, তপশিলি জাতি ১০, তপশিলি উপজাতি ২)। নন-আইটিআই মেশিনিস্ট: ৬৯ (অসংরক্ষিত ৩৭, ওবিসি ১৬, তপশিলি জাতি ১৩, তপশিলি উপজাতি ৩)। নন-আইটিআই মেশিনিস্ট (গ্রাইন্ডার): ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১)। নন-আইটিআই টার্নার: ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১)। নন-আইটিআই মেকানিক মেশিন টুল মেন্টেন্যান্স: ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ২)। প্রাক্তন আইটিআই ইলেক্ট্রিশিয়ান: ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ১)। প্রাক্তন আইটিআই (গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক): ১০ (অসংরক্ষিত ৬, ওবিসি ২, তপশিলি জাতি ২)।

অন্যান্য কারখানার তালিকা ওয়েবসাইটে পাওয়া যাবে।