৬৯ ক্লার্ক, স্টেনো, গ্রুপ-ডি হাওড়া জেলা আদালতে

1147
0
Govt Job, Bengal Govt Job, Govt Job in West Bengal, Govt Jobs in West Bengal, Central Government Job, Central Government Job,

হাওড়া জেলা আদালতের একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর – 01 of 2019, 17.06.2019

শূন্যপদ—

স্টেনোগ্রাফার ৮ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত পিএইচ ১, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ইসি ১)

লোয়ার ডিভিশন ক্লার্ক ২১ (অসংরক্ষিত ২, অসংরক্ষিত ইসি ৬, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ১, এসসি ইসি ৩, এসসি এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ১ ওবিসি-এ ইসি ২)

প্রসেস সার্ভার ১১ (অসংরক্ষিত ৩, অসংরক্ষিত ইসি ৩, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত মেরিটোরিয়াস স্পোর্টসপার্সন ১, এসসি ১, এসসি ইসি ১, ওবিসি-এ ১)

গ্রুপ ডি (পিওন/নাইট গার্ড/ফরাস) ২৮ (অসংরক্ষিত ১২, অসংরক্ষিত ইসি ৪, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, অসংরক্ষিত পিএইচডি ১, অসংরক্ষিত স্পোর্টপার্সন ১, এসসি ১, এসসি ইসি ৩, এসসি এক্স-সার্ভিসম্যান ১, এসটি ১, এসটি এক্স-সার্ভিসম্যান, ওবিসি-এ ইসি ১, ওবিসি-এ এক্স-সার্ভিসম্যান ১)

গ্রুপ ডি (সুইপার) ১ (ওবিসি-বি)

শিক্ষাগত যোগ্যতা—

স্টেনোগ্রাফার: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, শর্ট হ্যান্ডে ৮০টি শব্দ প্রতি মিনিট ও টাইপিংয়ে ৩০টি শব্দ প্রতি মিনিট   স্পিড ঠেকতে হবে। স্বীকৃত/নামী প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে একটি ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।  কম্পিউটার অপারেশানেও ভালো ফিঙ্গারিং স্পিড থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল উত্তীর্ণ, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট লাগবে।

প্রসেস সার্ভার / গ্রুপ ডি (পিওন, নাইট গার্ড, ফরাস): স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ।

সুইপার: বাংলা/হিন্দি/ইংলিশ-এ লিখতে বা পড়তে জানতে হবে।

বয়সসীমা: ১ জুন, ২০১৯ অনুযায়ী বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর।  সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। অন্যান্য রাজ্যের প্রার্থীদের জেনারেল হিসাবে গণ্য করা হবে।

বেতনক্রম—

স্টেনোগ্রাফার: পে ব্যান্ড ৩ অনুযায়ী ৭,১০০-৩৭,৬০০ + গ্রেড পে ৩৯০০ টাকা

লোয়ার ডিভিশন ক্লার্ক: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৬০০

প্রসেস সার্ভার: পে ব্যান্ড ২ অনুযায়ী ৫,৪০০-২৫,২০০ + গ্রেড পে ২৩০০

গ্রুপ ডি: পিওন/নাইট গার্ড/ফরাস: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ + গ্রেড পে ১৭০০

গ্রুপ ডি: পে ব্যান্ড ১ অনুযায়ী ৪,৯০০-১৬,২০০ + গ্রেড পে ১৭০০

আবেদন: অনলাইনে আবেদন করতে হবে, আগামী ৮ জুলাই-এর মধ্যে। নিজের মোবাইল ও ই-মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে।

আবেদন ফি—

স্টেনোগ্রাফার: অসংরক্ষিত ও ওবিসিদের ৪০০, এসসি/এসটি ৩০০, বাকিদের  কোনো ফি লাগবে না।

লোয়ার ডিভিশন ক্লার্ক: অসংরক্ষিত ও ওবিসিদের ৪০০, এসসি/এসটি ৩০০, অন্যান্যদের ফি নেই।

প্রসেস সার্ভার: অসংরক্ষিত/ওবিসি- ৩০০, এসসি/এসটি ২০০, বাকিদের ফি লাগবে না।

গ্রুপ ডি (পিওন/নাইট গার্ড): অসংরক্ষিত/ওবিসি ৩০০, এসসি/এসটি ২০০, অন্যান্যদের ফি লাগবে না।

সুইপার: ওবিসি-বি প্রার্থীদের ১৫০০ টাকা লাগবে।

অনলাইনে আবেদনের ও বিজ্ঞপ্তি দেখার ওয়েবসাইট: www.djhowrahrecruitment.com

 বা https://districts.ecourts.gov.in/howrah    

 

হাওড়া জেলা আদালতে গ্রুপ-‘সি’ ও ‘ডি’ পদগুলিতে নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস

 

West Bengal Jobs, West Bengal Government Jobs, Howrah Jobs