৮ সমবায় সংস্থায় ২৪ সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক

981
0
ignou job vacancy 2023

ওয়েস্ট বেঙ্গল কো-অরপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে ২৪ জন কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, সুপারভাইজার, জুনিয়র অফিস অ্যাসিঃ, কম্পিউটার অপারেটর কাম ক্যাশ ক্লার্ক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০১৮।

শূন্যপদ, যোগ্যতা:

কম্পিউটার অপারেটর কাম অফিস অ্যাসিস্ট্যান্ট (আলিপুরদুয়ার কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জন্য): শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। মাধ্যমিক বা সমতুল।

জুনিয়র অ্যাসিঃ/ জুনিয়র সুপারভাইজার/ জুনিয়র ক্যাশিয়ার গ্রেড ফোর (হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের জন্য): শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, ওবিসি বি ১)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

সুপারভাইজার গ্রেড থ্রি (ঝাড়গ্রাম কো-অপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের জন্য): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট (খড়দহ কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। বিকম (অনার্স) সঙ্গে দু বছরের কাজের অভিজ্ঞতা।

কম্পিউটার অপারেটর কাম ক্যাশ ক্লার্ক (নবগ্রাম পিপল’স কো-অপারেটিভ ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড): শূন্যপদ ৩ (অসংরক্ষিত)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

অফিস অ্যাসিস্ট্যান্ট (পশ্চিম মেদিনীপুর রেঞ্জ কো-অপারেটিভ ইউনিয়ন): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

ব্লক সুপারভাইজার কাম অফিস অ্যাসিস্ট্যান্ট (দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড): শূন্যপদ ২ (অসংরক্ষিত ১, তপশিলি জাতি ১)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্র্যাফ্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-বঙ্গশ্রী): শূন্যপদ ৩ (অসংরক্ষিত ১, তপশিলি উপজাতি ১, এবিসি এ ১)। যে-কোনো শাখায় গ্র্যাজুয়েট।

অ্যাসিস্ট্যান্ট (দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডিক্রাফ্ট কো-অপারেটিভ সোসইটি লিমিটেড-বঙ্গশ্রী): শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, তপশিলি উপজাতি ১, ওবিসি বি ১)। উচ্চমাধ্যমিক বা সমতুল।

সবকটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।

বয়সসীমা: সব পদের ক্ষেত্রেই ১ জানুয়ারি ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৪০ বছর। পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: ২০০ টাকা (পরীক্ষার ফি ১৬০ টাকা + প্রসেসিং ফি ৪০ টাকা)।  এ রাজ্যের তপশিলি জাতি/ উপজাতি প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.webcsc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৯ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবাসাইটে।

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন : http://184.171.161.219:8080/webcsc/pdf/da0118.pdf

অনলাইন আবেদনের লিঙ্ক: http://139.99.54.68:8080/wbcsc/index.jsp